আজ বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন

আজব এক মাছ বিক্রি হলো ২ লাখ টাকায়

আজব এক মাছ বিক্রি হলো ২ লাখ টাকায়

আজব এক মাছ বিক্রি হলো ২ লাখ টাকায়

টেকনাফের শাহপরীর দ্বীপে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল একটি কালো পোয়া মাছ। ৪২ কেজি ওজনের মাছটি রবিবার ভোরে শাহপরীর দ্বীপের উপকূলে জেলেদের টানা জালে ধরা পড়ে।
পরে মাছটি বিক্রি করা হয় ২ লাখ ১৫ হাজার টাকায়।
জানা গেছে, শনিবার রাত ৩টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা নৌকার মাঝি ও মালিক রহিম উল্লাহর নেতৃত্বে ২৪ জেলে বঙ্গোপসাগরের মাছ শিকারে যান। সাগরে জাল ফেলার ২ ঘণ্টা পর জেলেরা জাল টানা শুরু করলে ভোরে ৬টার দিকে জাল তুললে একটি বড় কালো পোয়া মাছ পাওয়া যায়।

৪২ কেজি ওজনের মাছটি প্রায় ৪ ফুট লম্বা। মাছটি নিয়ে শাহপরীর দ্বীপের জেটি ঘাটে ফিরে আসার পর উৎসুক মানুষের ভিড় জমে। দ্বীপের ব্যবসায়ী সুলতান আহমেদ ১ লাখ ৯০ হাজার টাকায় ক্রয় করেন মাছটি। পরে তিনি এ মাছ টেকনাফ বাজারের মাছ ব্যবসায়ী আলী আহমেদের কাছে ২ লাখ ১৫ হাজার টাকায় বিক্রি করেন।

নৌকার মালিক ও মাঝি রহিম উল্লাহর জানান, তিনি প্রথমে মাছটির দাম হাঁকেন তিন লাখ টাকা। পরে দ্বীপের সুলতান আহমেদসহ কয়েক জন ১ লাখ ৯০ হাজার টাকায় মাছটি কিনে নেন।
তিনি মাছটি টেকনাফে নিয়ে ২ লাখ ১৫ হাজার টাকায় বিক্রি করে দেন মাছ ব্যবসায়ী আলী আহমেদের কাছে।

সোমবার টেকনাফের বড় মাছ বাজারে মাছটি কেটে বিক্রি করা হয়। টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, পোয়া মাছ গভীর সাগরে পাওয়া যায়। সাধারণত উপকূলের তীরে পাওয়ার কথা নয়। মাছটি পথ হারিয়ে তীরের কাছাকাছি চলে আসায় জালে ধরা পড়েছে।

আরও পড়ুন   দেশি ডিম কেন খাবেন? এবং ডিমের ৭টি বিস্ময়কর উপকারিতা

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

Comments are closed.

© All rights reserved © 2014 Ajkerkrishi.com