বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন

কমলার মিলিবাগ বা ছাতরা পােকা দমন

  • লাস্ট আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৯৬ টাইম ভিউ
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কমলার মিলিবাগ বা ছাতরা পােকা দমন

এরা পাতা ও ডালের রস চুষে নেয় ফলে গাছ দুর্বল হয়। আক্রান্ত গাছের পাতা, ফল ও ডালে সাদা সাদা পােকা দেখা যায়। অনেক সময় পিপড়া দেখা যায়। এর আক্রমণে অনেক সময় পাতা ঝরে যায় এবং ডাল মরে যায়।

প্রতিকার :

১. আকান্ত পাতা ও ডগা ছাটাই করে ধ্বংস করা।

২. গাছের গােড়ার মাটি থেকে ১৫-২০ সেমি উপরে স্বচ্ছ পলিথিন দ্বারা মুড়ে দিতে হবে যাতে মিলিমাগ গাছে উঠতে না পারে।

৩. সম্ভব হলে হাত দিয়ে ডিম বা বাচ্চার গাদা সংগ্রহ করে ধ্বংস করা।

৪. জৈব বালাইনাশক নিমবিসিডিন (০.৪%) ব্যবহার করা।

৫. আক্রমণ বেশী হলে প্রতিলিটার পানিতে ২ মিলি রগর। টাফগর, সানগর বা সুমিথিয়ন ২ মিলি মিপসিন বা সপসিন মিশিয়ে স্প্রে করা।

আরও পড়ুন  ডালিমের এনথ্রাকনোজ রোগ সমাধান

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
একই রকম পোস্ট