আজ মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন

কমলার মিলিবাগ বা ছাতরা পােকা দমন

কমলার মিলিবাগ বা ছাতরা পােকা দমন

কমলার মিলিবাগ বা ছাতরা পােকা দমন

এরা পাতা ও ডালের রস চুষে নেয় ফলে গাছ দুর্বল হয়। আক্রান্ত গাছের পাতা, ফল ও ডালে সাদা সাদা পােকা দেখা যায়। অনেক সময় পিপড়া দেখা যায়। এর আক্রমণে অনেক সময় পাতা ঝরে যায় এবং ডাল মরে যায়।

প্রতিকার :

১. আকান্ত পাতা ও ডগা ছাটাই করে ধ্বংস করা।

২. গাছের গােড়ার মাটি থেকে ১৫-২০ সেমি উপরে স্বচ্ছ পলিথিন দ্বারা মুড়ে দিতে হবে যাতে মিলিমাগ গাছে উঠতে না পারে।

৩. সম্ভব হলে হাত দিয়ে ডিম বা বাচ্চার গাদা সংগ্রহ করে ধ্বংস করা।

৪. জৈব বালাইনাশক নিমবিসিডিন (০.৪%) ব্যবহার করা।

৫. আক্রমণ বেশী হলে প্রতিলিটার পানিতে ২ মিলি রগর। টাফগর, সানগর বা সুমিথিয়ন ২ মিলি মিপসিন বা সপসিন মিশিয়ে স্প্রে করা।

আরও পড়ুন   মেটেআলুর পাতার দাগ রোগ

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

Comments are closed.

© All rights reserved © 2014 Ajkerkrishi.com