Home পোকামাকড় ও রোগবালাই কলা গাছের কান্ডের উইভিল দমন

কলা গাছের কান্ডের উইভিল দমন

69
0

কলা গাছের কান্ডের উইভিল দমন

আমাদের  কাছে অনেকেই ইনবক্স করেন বিভিন্ন ফসলের রোগবালাই ও পোকামাকড় এর সমস্যা নিয়ে লিখতে তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করবো কলা গাছের কান্ডের উইভিল দমন পদ্ধতি নিয়ে।

কলা গাছের অনেক সমস্যা নিয়েই আমাদের ফেসবুক পেইজে আমাদের ইনবক্স করেন সমাধানের জন্য আজকে আমরা সেই সমস্যা হিসাবে আলোচনা করবো কলা গাছের কান্ডের উইভিল দমন পদ্ধতি নিয়ে।

পূর্ণবয়স্ক বিটল কলা গাছের গােড়ায় শিকড়ের উপর ডিম পাড়ে। ডিম ফুটে গ্রাব (বাচ্চা) বের হয় এবং ভেতরে ঢুকে যায়। ক্রমেই এটি উপর দিকে উঠে ও কান্ডের মাঝে কুরে কুরে খায় ও আক্রান্ত অংম পচে যায়। আক্রমণের মাত্রা বেশী হলে ডগার পাতা শুকিয়ে যায় এবং কোন কলা হয় না এবং গাছ মরে যায়।

প্রতিকার :
১. বাগান পরিস্কার রাখা।
২. আক্রান্ত গাছ গােড়াসহ তুলে নষ্ট করা।
৩. আক্রমণ বেশি হলে দানাদার বালাইনাশক কার্বোফুরান ৫জি বা ডায়াজিনন ৬০ইসি অনুমােদিত মাত্রায় ব্যবহার করা (১০গ্রাম/গাছ)।

পরবর্তীতে যা যা করবেন নাঃ

১. ক্ষেতের আশ পাশ অপরিচ্ছন্ন রাখবেন না
২. এ পােকা আক্রান্ত ক্ষেত থেকে চারা সংগ্রহ না করা।
৩. একই বাগানের বার বার কলা চাষ না করা।

পরবর্তীতে যা যা করবেনঃ

১. কলা রােপনের আগে গােড়া পরিস্কার করা।
২. আক্রান্ত জমিতে ২-৩ বছর কলা আবাদ না করে অন্য ফসল আবাদ করা যেতে পারে।

সতর্কতা বার্তা:
১. বালাই নাশক প্রয়ােগের পূর্বে অবশ্যই বােতলের গায়ের লেখা ভালভাবে পড়ে নিন।
২. এলােপাথারি বালাই নাশকের ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থের জন্য মারাত্বক ক্ষতিকর।

আরও পড়ুন   মিষ্টি কুমড়ার মাছি পােকা দমন পদ্ধতি