আজ বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন

কাঠালের ফলছিদ্রকারী পোকা

কাঠালের ফলছিদ্রকারী পোকা

লক্ষণ : এ পোকার আক্রমনে ফলে ছিদ্র, ছিদ্রে পোকার মল ও কালো দাগ দেখা যায় ।

প্রতিকার :
১. আক্রান্ত মন্জুরি ও ফল সংগ্রহ করে পুড়ে ফেলা
২. ফল বেশি ঘন থাকলে পাতলা করে দেয়া
৩. ছিদ্র দিয়ে বড় সুচ বা লোহার রড ঢুকিয়ে পোকা মেরে ফেলা
৪. কচি ফলগুলো ছিদ্রযুক্ত পলি ব্যাগ দিয়ে ঢেকে রাখা
৫. সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক ২ মি.লি. / লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।

পরবর্তীতে যা যা করবেন না:
১. স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই ফল খাবেন না বা বিক্রি করবেন না

পরবর্তীতে যা যা করবেন:
১. ফল সংগ্রহ করা শেষ হবার পর প্রতিটি গাছের ফলের বোটা, মরা ডাল বা রোগ বা পোকা আক্রান্ত পাতা ও ডাল অপসারণ করে অনুমোদিত একটি ছত্রাক নাশক ও একটি কীটনাশক স্প্রে করে দিন
২. বাগান/ গাছ সর্বদা পরিস্কার-পরিচ্ছন্ন রাখুন

আরও পড়ুন   ডালিমের এনথ্রাকনোজ রোগ সমাধান

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

Comments are closed.

© All rights reserved © 2014 Ajkerkrishi.com