এ কিউ রাসেল, গোপালপুর প্রতিনিধি:
খরিপ মৌসুমে উফসী (আউশ) ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার দুপুরে ৬০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও সেচ সহায়তার অর্থ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি প্রশিক্ষণায়তন মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুছ ইসলাম তালুকদার ঠাণ্ড।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসূমুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ সিটি ও মরিয়ম আক্তার মুক্তা, গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল জলিল প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার ৬০ জন কৃষককে বিঘা প্রতি জমির জন্য ৫ কেজি করে ব্রি ধান-৪৮ জাতের ধান বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং মোবাইল একান্টটিং এর মাধ্যমে সেচ খরচ সহয়াতা বাবদ ৪ শত করে টাকা বিতরণ করা হয়।