আজ মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:১৩ পূর্বাহ্ন
চালকুমড়ার কাঁঠালে পােকা দমন
আজকের কৃষির কাছে অনেকেই ইনবক্স করেন বিভিন্ন ফসলের রোগবালাই ও পোকামাকড় এর সমস্যা নিয়ে লিখতে তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করবো চালকুমড়ার কাঁঠালে পােকা দমন পদ্ধতি নিয়ে।
লক্ষণ :
পূর্ণ বয়স্ক বিটল ও গ্রাব উভয়েই পাতা খায়। আক্রন্ত পাতা ঝাঁঝরা করে, পরে পাতা শুকিয়ে যায় এবং ঝরে পড়ে।
প্রতিকার:
ক্ষেত পরিস্কার পরচ্ছন্ন রাখা।
গাছে ছাই ছিটানাে।
পরজীবী বােলতা সংরক্ষণ করা।
ডিম ও কীড়া নষ্ট করা এবং পােকা সংগ্রহ করে মেরে ফেলা শতকরা ১০ ভাগ পাতা পােকা দ্বারা আক্রান্ত হলে প্রতি লিটার পানিতে ডেনিটল/ট্রিবন-১ মিঃলিঃ বা সুমিথিয়ন-২ মিঃলিঃ বা সেভিন ২ গ্রাম মিশিয়ে স্প্রে করা।