আজ মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন

জামের পাতা মোড়ানো পোকা

ক্ষতির লক্ষণ:

এরা পাতামুড়িয়ে পাতার সবুজ অংশ খেয়ে ফেলে। বড় গাছের জন্য বেশি ক্ষতিকর না হলেও ছোট গাছকে অনেক সময় পত্রশুন্য করে ফেলতে পারে।

প্রতিকার :

১. আক্রান্ত পাতা ও ডগা ছাটাই করে ধ্বংস করা।

২. গাছের নিচে পড়ে থাকা পাতা ও আবর্জনা অপসারণ করা।

৩. রাসায়নিক কীটনাশক সুপারিশকৃত নয় তবে আক্রমণ বেশী হলে প্রতিলিটার পানিতে 2 মিলি রগর টাফগর, সানগর বা সুমিথিয়ন 2 মিলি মিশিয়ে স্প্রে করা।

আরও পড়ুন   পেঁপের চারা বপন রোপণ প্রযুক্তি শিখে নিন

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

Comments are closed.

© All rights reserved © 2014 Ajkerkrishi.com