আজ বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন

তরমুজের রেড পামকিন বিটল পোকার সমাধান

তরমুজের রেড পামকিন বিটল পোকার সমাধান
তরমুজের রেড পামকিন বিটল পোকার সমাধান

তরমুজের রেড পামকিন বিটল পোকার সমাধান

 

তরমুজের রেড পামকিন বিটল

ক্ষতির ধরণ :

পামকিন বিটলের পূর্ণবয়স্কপোকা চারা গাছের পাতায় ফুটো করে এবং পাতার কিনারা থেকে খাওয়া শুরু করে সম্পূর্ণ পাতা খেয়ে ফেলে।

0. এ পোকা ফুল ও কচি ফলেও আক্রমণ করে।

তরমুজের রেড পামকিন বিটল

এর প্রতিকার হল:

১. চারা আক্রান্ত হলে হাত দিয়ে পূর্ণবয়স্ক পোকা ধরে মেরে হাত দিয়ে মেরে ফেলা

২. ক্ষেত সব সময় পরিষ্কার রাখা।

৩.কেরোসিন মিশ্রিত ছাই গাছে ছিটানো;

৪. ক্ষেতের আশপাশের বিকল্প পোষক কুমড়াজাতীয় সবজি নষ্ট করা;

৫. গাছের গোড়ার মাটি কুপিয়ে কীড়া উন্মুক্ত করে দেওয়া এবং ডাল পুঁতে পাখি বসার জায়গা করে দেওয়া;

৬. চারা বের হওয়ার পর থেকে ২০-২৫ দিন পর্যন্ত মশারির জাল দিয়ে চারাগুলো ঢেকে রাখলে এ পোকার আক্রমণ থেকে গাছ বেঁচে যায়;

৭.এক কেজি মেহগনি বীজ কুচি করে কেটে ৫ লিটার পানিতে ৪-৫ দিন ভিজিয়ে রাখতে হবে। এরপর ছেঁকে ২০ গ্রাম সাবান গুঁড়া এবং ৫ গ্রাম সোহাগা মিশিয়ে ২০ মিনিটে ফুটিয়ে ঠাণ্ডা হলে ৫ গুণ পানি মিশিয়ে স্প্রে করুন;

এর প্রতিকার হল:

আরও পড়ুন   কেন খাবেন ডালিম রস? পাতা থেকে শিকড় সবই উপকারী

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

Comments are closed.

© All rights reserved © 2014 Ajkerkrishi.com