Home কৃষি তথ্য ধানসহ কৃষি পণের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবি

ধানসহ কৃষি পণের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবি

30
0

ধানসহ কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট।শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

এ সময় প্রতি ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র খুলে প্রকৃত কৃষকের কাছে থেকে সরাসরি ধান ক্রয়ের দাবিও জানান সংগঠনের নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, কৃষকদের ফসল উঠতে শুরু করেছে।কৃষকদের কাছে এই মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ।ফসল বিক্রর টাকা দিয়ে কৃষক পরিবার সারা বছর সংসার পরিচালনা করে।

ধান উৎপাদনে খরচ যা হয়, তার চেয়ে অনেক কম দাম পাচ্ছে কৃষকরা। ফলে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে বলেও মন্তব্য করেন বক্তারা।

সরকার নির্ধারিত মূল্য কৃষকের জন্য মোটেও যথাযথ নয় উল্লেখ করে বক্তারা বলেন, প্রতিটি ইউনিয়ন পরিষদে ক্রয়কেন্দ্র খুলে ন্যায্য মূল্যে ধান কিনতে হবে।

সংগঠনের সভাপতি বজলুল রশিদ ফিরোজের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন শামছুন আরা জোসনা, বাসদ নেতা জুলফিকার আলী সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের নেতা কর্মীরা।

আরও পড়ুন   মাছ চাষের র্পূনাঙ্গ ব্যবস্থাপনা