Home পোকা দমন পেয়ারার স্কেল-খোসা পোকা দমন

পেয়ারার স্কেল-খোসা পোকা দমন

27
0

পেয়ারার স্কেল/খোসা পোকা

পোকা আক্রমণের লক্ষণঃ

পেয়ারার স্কেল-খোসা পোকা দমনএরা পাতা ও ডালের রস চুষে নেয় ফলে গাছ দুর্বল হয়। পোকার আক্রমনে পাতা, ফল ও ডালে সাদা সাদা তুলার মত দেখা যায়। অনেক সময় পিপড়া দেখা যায়। এর আক্রমণে অনেক সময় পাতা ঝরে যায় এবং ডাল মরে যায়।

পোকার সমন্বিত ব্যবস্থাপনাঃ

আক্রমণের পূর্বে করণীয়ঃ

১. নিয়মিত বাগান পরিদর্শন করুন;

আক্রমণের পর করণীয়ঃ

১. আকান্ত পাতা ও ডগা ছাটাই করে ধ্বংস করা।
২. অল্প আক্রমণের ক্ষেত্রে তুলায় সমান্য অ্যালকোহল লাগিয়ে সেটি দিয়ে ঘষে গাছ পরিস্কার করা
৩. সম্ভব হলে হাত দিয়ে ডিম ব বাচ্চার গাদা সংগ্রহ করে ধ্বংস করা।
৪. জৈব বালাইনাশক নিমবিসিডিন (0.4%) ব্যবহার করা।
৫. আক্রমণ বেশী হলে প্রতিলিটার পানিতে 2 মিলি রগর টাফগর, সানগর বা সুমিথিয়ন 2 মিলি মিপসিন বা সপসিন মিশিয়ে স্প্রে করা।

তথ্যসূত্রঃ কৃষকের জানালা

আরও পড়ুন   ভুট্টার বিভিন্ন রোগবালাই ও পোকামাকড় দমন