আজ মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন

বাজরিগার পাখির খামার করে আয়

বাজরিগার পাখির খামার করে আয়

বাজরিগার পাখির খামার করে আয়

২০ জোড়া বাজরিগার পাখির খামার থেকে প্রতিমাসে গড়ে ১০০০০ থেকে ২০০০০ tk আয় করা সম্ভব । শুধুমাত্র ৩০০০০ টাকা বিনিয়োগ করে । প্রতি এক জোড়া পাখি গড়ে ২ মাসে ১ বার বাচ্চা জন্ম দেয়। প্রতিবার ৪ থেকে ৮ টি বাচ্চা জন্ম দেয়। গড়ে বছরে ৩০ টি বাচ্চা জন্ম দেয়। নতুন বাচ্চা পাখি চার থেকে পাঁচ মাসে পূর্ণবয়স্ক হয়ে যায় ।
প্রতি জোড়া পাখির একমাসে খাবার খরচ ৫০ টাকা । তাহলে ৪ মাসে একজোড়া বাঁচার পেছনে খরচ হয় ২০০ থেকে ৩০০ টাকা। এক জোড়া পূর্ণবয়স্ক পাখির মূল্য ২ থেকে ৩ হাজার টাকা । মাসে এর খাবার খরচ আসে ২০০-৩০০ টাকা । গড়ে এক জোড়া পূর্ণবয়স্ক বাজরিগার পাখির দাম ৮০০ টাকা হিসাব করলে । সব খরচ বাদ দিয়ে লাভ থাকে ৫০০ টাকার মতো।

এক জোড়া পাখি থেকে যদি বছরে ১৫ জোড়া বাচ্চা পাওয়া যায় এর বিক্রয় মূল্য খাবার খরচ বাদে আসে ১৫০০০০ টাকা ।

২০×৭৫০০ =১৫০০০০৳
গড়ে এক মাসে ইনকাম আসবে
১৫০০০০÷১২= ১২৫০০৳

এই পাখিটির পালনের জন্য শুধু প্রয়োজন ধৈর্য আর সঠিকভাবে যত্ন নেয়া। সঠিকভাবে যত্ন না নিলে কাঙ্ক্ষিত ফলাফল আসবে না । বাজরিগার পাখির খাবার দাবার প্রতিদিন নির্দিষ্ট সময়ে দিতে হবে এবং খাবারের গুণগত মান নিয়ন্ত্রণ করতে হবে।

আরও পড়ুন   ঢাকায় ছাদের ওপর গরু পালন

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

Comments are closed.

© All rights reserved © 2014 Ajkerkrishi.com