লেখাপড়া শেষ করে চাকরির অপেক্ষা না করে কৃষি সেক্টরে উদ্যোক্তা হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
শুক্রবার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বাংলাদেশের অর্থনীতিতে কৃষি পণ্যের ব্যবসা ও চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সেমিনারের আয়োজন করে শেকৃবি স্বপ্নসিড়ি ক্লাব।
আনিসুল হক বলেন, ছাত্ররা আজ আলোর চেয়ে উত্তাপ বেশি ছড়াচ্ছে। তাদের লেখাপড়া শেষ করে চাকরির অপেক্ষা না করে কৃষি সেক্টরে উদ্যোক্তা হলে ভালো ফল আসবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার রং ছাড়া বিভিন্ন পুরনো ভবন বায়ুদূষণ করছে অভিযোগ করে সেগুলোতে দ্রুত রং করার জন্য ভবন মালিকদের প্রতি আহ্বান জানান মেয়র আনিসুল হক। এসব ভবনে দ্রুত রং করা না হলে ব্যবস্থা নেওয়া বলে হুঁশিয়ারিও দেন তিনি, ‘এগুলো রং করেন, তা না হলে মেয়র কিন্তু টাফ হয়ে যাবে। তখন কিন্তু হ্যান্ডেল করতে পারবেন না।’