Home পোকা দমন বেগুনের কোনিফেরা ব্লাইট রােগ দমন

বেগুনের কোনিফেরা ব্লাইট রােগ দমন

42
0

বেগুনের কোনিফেরা ব্লাইট রােগ দমন

লক্ষন-
এ রােগে আক্রান্ত হলে প্রথমে পাতায় পানি ভেজা ক্ষত দেখা যায়। পরে পাতার আগা পুড়ে যায়, ফল পচে যায় এবং ফল,কান্ড ও শাখা কাল রং ধারণ করে এবং ছত্রাকের কাল মাথাযুক্ত সাদা সাদা বর্ধিত অংশ দেখা যায়।

প্রতিকার-

* আক্রান্ত অংশ সংগ্রহ করে নষ্ট করা।
* রােগ দেখা দিলে প্রতি লিটার পানিতে ০.৫ মিলি টিল্ট ২৫০ ইসি ১০-১২ দিন অন্তর ২ বার স্প্রে করা।

পরবর্তীতে যা যা করবেন না-

১. স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না।

২. উপরি সেচ না দেয়া।
৩. একই জমিতে বার বার শিম চাষ না করা।

পরবর্তীতে যা যা করবেন-

১, সুস্থ গাছ থেকে বীজ সংগ্রহ করা
২. সুষম সার ব্যবহার করা।
৩. প্রােভেক্স বা হােমাই বা বেনলেট ১% দ্বারা বীজ শােধন করা।
৪. কৃষি যন্ত্রপাতি ব্যবহারের আগে ও পরে জীনানুমুক্ত রাখা

আরও পড়ুন   ঢেঁড়শের ছাতরা পোকা দমন