রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

বেগুনের সাদা মাছি দমন

  • লাস্ট আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮
  • ২১৩ টাইম ভিউ
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বেগুনের সাদা মাছি দমন

বেগুনের সাদা মাছি দমনঃপূর্ণ বয়স্ক ও বাচ্চা উভয়ই ক্ষতি করে । চারা গাছ থেকে শুরু করে শেষ পর্যন্ত এরা পাতার রস খায় । আক্রান্ত পাতা বিবর্ণ হয় ।পাতা কুকড়ে যায়।

আক্রমণের আগে করণীয়ঃ

আগাম বীজ বপন করা

ক্ষেত পরিস্কার পরচ্ছন্ন রাখা ।

আক্রান্ত গাছের পাতার নিচ দিয়ে ছাই ছিটানো

সুষম সার ব্যবহার করা

সঠিক দুরত্বে চারা রোপন করুন

নিয়মিত মাঠ পরিদর্শন করে আক্রমণের শুরুতেই ব্যবস্থা নিন

আক্রমণ হলে করণীয়ঃ

# হাত জাল দ্বারা পোকা সংগ্রহ করে মেরে ফেলা।

# ক্ষেতে হলুদ রংএর আঠালো ফাঁদ লাগানো ।

# ০.৫% ঘনত্বের সাবান পানি অথবা ৫ মিলি তরল সাবান প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা ।

# ৫০০ গ্রাম নিম বীজের শাঁস পিষে ১০ লিটার পানিতে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে তা ছেঁকে আক্রান্ত ক্ষেতে স্প্রে করলে উপকার পাওয়া যেতে পারে ।

# পোকা দমনের জন্য সর্বশেষ ব্যবস্থা হিসাবে প্রতি লিটার পানিতে ডায়মেথোয়েট ৪০ ইসি ( রগর/ টাফগর/ সানগর/ পারফেকথিয়ন ) ১মিঃলিঃ বা এডমায়ার ১ মিঃলিঃ বা মেটাসিস্টক্স ১ মিঃলিঃ বা সবিক্রন ১মিঃলিঃ বা এসাটাফ- ১.৫ গ্রাম মিশিয়ে স্প্রে করা যেতে পারে ।

 

তথ্যসূত্রঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), গাজীপুর

আরও পড়ুন  ভুট্টা ক্ষেতে অজ্ঞাত রোগ, পাশে নেই কৃষি কর্মকর্তারা

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
একই রকম পোস্ট