আজ বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন
ভুট্টার ইক্ষু বিটল পোকা
পোকা আক্রমণের লক্ষণঃ
এ পোকা চারা গাছের মাটির নিচে গাছের অংশ বিশেষ বা শিকড় কেটে দেয় । পাতায় সারের ঘাটতি জনিত লক্ষণের ন্যায় পাতার পার্শ্বে হলুদ লম্বা দাগ দেখা যায় ।
আক্রমণের পূর্বে করণীয়ঃ
১. উত্তমরুপে জমি চাষ দিয়ে পোকা পাখিদের খাবার সুযোগ করে দিন।
২. চারা গজানোর পর প্রতিদিন সকালে ক্ষেত পরিদর্শন করুন;
৩. পূর্বে আখ চাষ করা হয়েছে এমন জমিতে ভুট্রা চাষ করা যাবে না;
আক্রমণের পর করণীয়ঃ
১। সারিতে গাছের গোড়ায় মাটি তোলার সময় পোকা বের হলে মেরে ফেলা;
২। কেরোসিন মিশ্রিত পানি সেচ দেয়া;
৩। পাখি বসার জন্য ক্ষেতে ডালপালা পুতে দেয়া;
৪। রাতে ক্ষেতে মাঝে মাঝে আবর্জনা জড়ো করে রাখলে তার নিচে কীড়া এসে জমা হবে, সকালে সেগুলোকে মেরে ফেলা;
৫। এ পোকার জন্য কোন অনুমোদিত কীটনাশক নেই। তবে কলার বিটলের জন্য অনুমোদিত কীটনাশক হলো ঃ
গ্রুপের নাম | বানিজ্যিক নাম | ফসল |
প্রফেনফস (৪০%) + সাইপারমেথ্রিন (২.৫%) | সবিক্রণ ৪২৫ ইসি (এপি-৩২২) প্রতি লিটার পানিতে ২ মিলি হারে | কলা |
থিয়ামিথোক্সাম | একতারা ২৫ wg (এপি-৪২৮) প্রতি লিটার পানিতে ০.২ গ্রাম হারে | কলা |
আইসোপ্রোকার্ব (এমআইপিসি) | মিপসিন ৭৫ ডব্লিউ পি (এপি-৫৩৯) প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে | কলা |