ভুট্টার ঘাসফড়িং
পোকা আক্রমণের লক্ষণঃ
পিছনের দুটো পা লম্বা হওয়ার কারণে এরা লাফিয়ে চলে । এদের গায়ের রং হালকা সবুজ অথবা হলদে বাদামী রং এর হয়ে থাকে । বিভিন্ন প্রজাতি এক সাথে অনেক সংখ্যায় ক্ষেত আক্রমণ করে বাচ্চা ও পূর্ণবয়স্ক উভয়ই ফসলের ক্ষতি করে । মধ্যশিরা বাদে সম্পূর্ণ পাতা খেয়ে ফেলতে পারে ।
আক্রমণের পূর্বে করণীয়ঃ
• ডাল পুঁতে পোকা খেকো পাখি বসার ব্যবস্থা করা ।
আক্রমণের পর করণীয়ঃ
* আলোর ফাঁদ ব্যবহার করা ।
* শতকরা ২৫ ভাগ ভূট্টা ক্ষতি গ্রস্থ হলে কীটনাশক ব্যবহার করতে হবে।এ পোকার জন্য অনুমোদিত কীটনাশক নেই।
* তবে ধানের সবুজ পাতা ফড়িং এর জন্য কার্বারিল গ্রুপের সেভিন ৮৫ এসপি (এপি-৩৩৮) বিঘা প্রতি ২২৭.৫ মিলি হারে অথবা আইসোপ্রোকার্ব (এমআইপিসি) গ্রুপর মিপসিন ৭৫ wp (এপি-৫৩৯)/ম্যালাথিয়ন গ্রুপের ফাইফানন ৫৭ ইসি (এপি-১০) বিঘা প্রতি ১৫০ গ্রাম প্রয়োগ করতে বলা হয়েছে।