Home আই পি এম ভুট্টার জাবপোকা বা এফিড দমনে করণীয়

ভুট্টার জাবপোকা বা এফিড দমনে করণীয়

47
0
ভুট্টার জাবপোকা বা এফিড দমনে করণীয়
ভুট্টার জাবপোকা বা এফিড দমনে করণীয়

ভুট্টার জাবপোকা বা এফিড দমনে করণীয়

ভুট্টার জাবপোকা বা এফিড

পিপিলিকার উপস্থিতি এ পোকার উপস্থিতিকে অনেক ক্ষেত্রে জানান দেয় । এ পোকা গাছের পাতার ও কান্ডের রস খেয়ে ফেলে এবং এক ধরনের মিষ্টি রস নিঃসরণ করে।এর আক্রমন বেশি হলে শুটি মোল্ড ছক্রাকের আক্রমন ঘটে এবং গাছ মরে যায়

এর প্রতিকার হল:

১. অল্প আক্রমনের ক্ষেত্রে হাত দিয়ে পিশে পোকা মেরে ফেলা

২. আক্রান্ত পাতা অপসারণ করা।

৩. পরভোজী পোকা যেমন : লেডিবার্ডবিটল লালন।

৪. ডিটারজেন্ট পানিতে মিশিয়ে স্প্রে করা

৫. প্রতি গাছে ৫০ টির বেশি পোকার আক্রমণ হলে এডমেয়ার ০.৫ মি.লি. / লি. হারে পানিতে মিশিয়ে শেষ বিকেলে স্প্রে করা।

পরবর্তীতে যা যা করবেন না:

১. বিলম্বে ভুট্টা বপন করবেন না

পরবর্তীতে যা যা করবেন:

১. আগাম ভুট্টা বপন করুন
২. উন্নত জাতের ভুট্টা বপন করুন ।

আরও পড়ুন   নিরাপদ সবজির উৎস হোক ছাদ কৃষি