ভুট্টার ফ্লি বিটল পোকা
পূর্ণ বয়স্ক ও বাচ্চা উভয়ই ক্ষতি করে । পূর্ণ বয়স্করা চারা গাছের বেশি ক্ষতি করে । এরা পাতা ছোট ছোট ছিদ্র করে খায় । আক্রান্ত পাতায় অসংখ্য ছিদ্র হয় ।
আক্রমণের পূর্বে করণীয়ঃ
- পরিস্কার পরিচ্ছন্ন চাষাবাদ ।
- আগাম ভুট্টা বপন করুন
- উন্নত জাতের ভুট্টা বপন করুন ।
- চারা গাছ জাল দিয়ে ঢেকে দেওয়া ।
আক্রমণের পর করণীয়ঃ
- হাত জাল দ্বারা পোকা সংগ্রহ;
- আক্রান্ত গাছে ছাই ছিটানো;
- ০.৫% ঘনত্বের সাবান পানি অথবা ৫ মিলি তরল সাবান প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা;
- ৫০০ গ্রাম নিম বীজের শাঁস পিষে ১০ লিটার পানিতে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে তা ছেঁকে আক্রান্ত ক্ষেতে স্প্রে করলে উপকার পাওয়া যেতে পারে ।
- এ পোকার জন্য অনুমোদিত কোন কীটনাশক নেই। তবে কলার বিটলের জন্য অনুমোদিত কীটনাশক হলো ঃ
গ্রুপের নাম | বানিজ্যিক নাম | সুপারিশকৃত ফসল |
প্রফেনফস (৪০%) + সাইপারমেথ্রিন (২.৫%) | সবিক্রণ ৪২৫ ইসি (এপি-৩২২) প্রতি লিটার পানিতে ২ মিলি হারে | কলা |
থিয়ামিথোক্সাম | একতারা ২৫ wg (এপি-৪২৮) প্রতি লিটার পানিতে ০.২ গ্রাম হারে | কলা |
আইসোপ্রোকার্ব (এমআইপিসি) | মিপসিন ৭৫ ডব্লিউ পি (এপি-৫৩৯) প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে | কলা |
.