মাছ চাষের পূর্বে পুকুর পরিমাপ পদ্ধতি জানুন
পুকুর পরিমাপ পদ্ধতি
মাছ চাষের ক্ষেত্রে অহরহ বিভিন্ন প্রয়োজনে আমাদের পুকুরের আয়তন দরকার কার হতে পারে। যেমন মোট পানির পরিমান, মোট আয়তন মাছের সংখ্যা ইত্যাদি। এসব মাপের মাধ্যমে নির্ধারন করা সম্ভব কতটুকু ঔষধ অথবা খাদ্য এমন কি কোন প্রকারের খাদ্য উপাদন কতটুকূ প্রয়োগ করতে হবে কি পরিমান পানিতে, কতগুলো মাছের জন্য প্রভৃতি।
যেমন মনে করি আমাদের একটি পুকুরের:
দৈর্ঘ্য = ৩০ ফুট,
প্রস্থ = ২২ ফুট এবং গভীরতা = ৭ ফুট।
১ শতাংশ = ৪৩৫.৬ বর্গফুট
১ ঘনফুট = ২৮.৩ লিঃ পানি
১ শতাংশ = ৪০.৪৮ বর্গ মিটার
১ ঘনমিঃ = ১০০০ লিঃ পানি
পুকুরের ক্ষেত্রফল = ৩০ X ২২ = ৬৬০ বর্গফুট = (৬৬০ / ৪৩৫.৬) = ১.৫২ শতক জমি
পুকুরের আয়তন = ৩০ X ২২ X ৭ = ৪৬২০ ঘনফুট = (৪৬২০ X ২৮.৩) = ১,৩০,৭৪৬ লিঃ পানি
ঔষধ প্রয়োগ মাত্রা ঃ- PPM পি পি এম = Parts Per Million:
= ১ মিঃ গ্রাঃ / ১ লিঃ পানি
= ১ গ্রাঃ / ১০০০ লিঃ পানি
উল্লেখিত পরিমান পুকুর বা পানিতে ১ পিপিএম মানে হল আমাদের ১৩০.৭৫ গ্রাঃ পরিমান ঔষধ দিতে হবে।
ছবি সূত্র- ইন্টারনেট।