Home চাষাবাদ পদ্ধতি রেড লেডি পেঁপে চাষ কেন করবেন জেনে নিন

রেড লেডি পেঁপে চাষ কেন করবেন জেনে নিন

49
0
রেড লেডি পেঁপে চাষ

রেড লেডি পেঁপে চাষ কেন করবেন জেনে নিন

আজকে আমরা আলোচনা করবো রেড লেডি পেঁপে চাষ কেন করবেন তা নিয়ে। যারা ভাবছেন পেঁপে চাষ করবেন তাদের জন্য এই আর্টিকেল টি অনেক জরুরী।

এটি তাইওয়ানের উচ্চ ফলনশীল বামন প্রজাতির পেঁপে। রেডলেডি জাতের প্রত্যেক টি গাছে পেঁপে ধরে ।এই জাতের পেঁপে গুলি বেশ বড়। ফলের রং লাল-সবুজ। এক একটি ফলের ওজন ১..৫ থেকে ২ কেজি। মাংস বেশ পুরু, গাঢ় লাল, স্বাদে বেশ মিষ্টি ও সুগন্ধিযুক্ত। গাছের উচ্চতা ৬০-৮০ সেঃ মিঃ হয় তখন ফল ধরা শুরু হয় প্রতিটি গাছ ৪০ টির অধিক ফল ধারন করে। কাঁচা ও পাকা উভয়ভাবে বাজারজাত করা যায়। পাকা অবস্থায় সহজে নষ্ট হয় না বলেই, দূর দুরান্তে বাজারজাত করা যায়। এই জাতের পেঁপে রিং স্পট ভাইরাস রোগ সহ্য ক্ষমতা আছে।

রেড লেডি পেঁপে চাষ করার জন্য যা যা লাগবে?

অঙ্কুরিত হার ৭৫%-৯৫% বীজের পরিমান ২ গ্রাম ( ১২০-১৪০ টি ) প্রতি গাছে ফলন ৫০-১২০ পর্যন্ত ফল ধারন করেফলের আকার এক একটি ফলের ওজন ১.৫ থেকে ২ কেজি

বীজের হার:

প্রতি গ্রামে বীজের সংখ্যা ৬০-৭০টি। হেক্টর প্রতি ৭০-১০০ গ্রাম বীজের প্রয়োজন। সে হিসেবে ৩০০০-৩২০০ চারা দিয়ে ১হেঃ জমিতে পেঁপে চারা লাগানো যায়।

লেডি পেঁপের বৈশিষ্ট্য

১. এটি তাইওয়ানের উচ্চ ফলনশীল বামন প্রজাতির পেঁপে।
২. রেড লেডি জাতের প্রত্যেকটি গাছে পেঁপে ধরে।
৩. রেড লেডি জাতের পেঁপে গাছ সর্বোচ্চ ১০ ফুট লম্বা হয়।
৪. গাছের উচ্চতা ৬০-৮০ সেন্টিমিটার হলে ফল ধরা শুরু করে।
৫. প্রতিটি গাছে ৫০-১২০টি পর্যন্ত ফল ধরে।
৬. ৫-৬ মাসের মধ্য ফুল আসে।
৭. প্রথম ফল পাওয়া যায় ৭-৯ মাসের মধ্যে।
৮. এ জাতের পেঁপেগুলো বেশ বড় হয়।
৯. ফলের রং হয় লাল-সবুজ।
১০. একেকটি ফলের ওজন দেড় থেকে ২ কেজি।
১১. মাংস বেশ পুরু, গাঢ় লাল, স্বাদে বেশ মিষ্টি ও সুগন্ধিযুক্ত।
১২. কাঁচা ও পাকা উভয়ভাবে বাজারজাত করা যায়।
১৩. পাকা অবস্থায় সহজে নষ্ট হয় না বলে দূর-দূরান্তে বাজারজাত করা যায়।
১৪. এ জাতের পেঁপে রিং স্পট ভাইরাস রোগ সহ্য ক্ষমতা সম্পন্ন।
১৫. এ জাতের জীবনকাল ২ বছরের বেশি।

আরও পড়ুন   বসতবাড়ির আঙ্গিনায় সারাবছর শাকসবজি চাষ