বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন

লাউয়ের স্ক্যাব রােগ দমন

  • লাস্ট আপডেট : বুধবার, ১৩ মে, ২০২০
  • ১২১ টাইম ভিউ
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

লাউয়ের স্ক্যাব রােগ দমন

লাউয়ের যত রোগ বালাই রয়েছে তার মধ্যে অন্যতম স্ক্যাব রোগ তাই আজকে আলোচনা করবো লাউয়ের স্ক্যাব রােগ দমন পদ্ধতি নিয়ে। সবাই মনোযোগ দিয়ে পড়ুন এবং শেয়ার করে দিন।

স্ক্যাব রোগের লক্ষনঃ

পাতা, কান্ড ও লাউয়ের গায়ে ক্ষত দেখা যায়। গাছের পাতা শুকিয়ে যায়।

স্ক্যাব রোগের প্রতিকার :

১. ক্ষেতে পানি নিস্কাষনের সুব্যবস্থা করা।
২. রিডােমিল গােল্ড ২ গ্রাম/প্রতি লিটার পানি মিশিয়ে স্প্রে
করা।

পরবর্তীতে যা যা করবেন না-

১. স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না।
২. একই জমিতে বার বার লাউ আবাদ না করা। ৩. আক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ করবেন না

পরবর্তীতে যা যা করবেন-

১. আগাম বীজ বপন করা
২. সুষম সার ব্যবহার করা
৩. রােগ প্রতিরােধী জাত যেমন: বারি লাউ চাষ করা
৪. আক্রান্ত জমিতে অন্তত ২ বছর অন্য ফসল চাষ করা।

আর্টিকেল টি পড়ে ভালো লাগলে কৃষি উদ্যোক্তাদের মাঝে শেয়ার করে দিন।

আরও পড়ুন  বেলের আঠা ঝড়া রোগ বা গামোসিস

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
একই রকম পোস্ট