Home পোকামাকড় ও রোগবালাই লাউয়ের পাতার দাগ রোগ

লাউয়ের পাতার দাগ রোগ

31
0

লাউয়ের পাতার দাগ রোগ

আক্রান্ত পাতায় গায়ে হলদে থেকে বাদামী রংগের ছোট ছোট দাগ দেখা যায়। ধীরে ধীরে একাধিক দাগ একত্রিত হয়ে বড় দাগ হয় এবং পাতায় ছড়িয়ে পড়ে। ।

প্রতিকার :

১. আক্রান্ত গাছের অংশ সংগ্রহ করে নষ্ট করা ।
২. কপার অক্সিক্লোরাইড ২ গ্রাম/প্রতি লিটার পানি মিশিয়ে স্প্রে করা ।

পরবর্তীতে যা যা করবেন না :

১. স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না
২. আক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ করবেন না

পরবর্তীতে যা যা করবেন :

১. আগাম বীজ বপন করা
২. সুষম সার ব্যবহার করা
৩. রোগ প্রতিরোধী জাত যেমন: বারি লাউ চাষ করা
৪. বিকল্প পোষক যেমন: আগাছা পরিস্কার রাখা

আরও পড়ুন   ​পাটের বিছা পোকা দমন