লাউয়ের পেস্টিসাইড ইনজুরি
অসময়ে মাত্রাতিরিক্ত ও অনাকাংখিত পেস্টিসাইড প্রয়োগের কারণে গাছের পাতা পুড়ে যায়, বৃদ্ধি কমে যায় এবং গাছ মরে যায়।
প্রতিকার :
১. সঠিক পেস্টিসাইড সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে ও সঠিক মাত্রায় প্রয়োগ করা ।
পরবর্তীতে যা যা করবেন না
১. এলোপাথারি পেস্টিসাইডের প্রয়োগ করবেন না
পরবর্তীতে যা যা করবেন
১. বালাই ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব আইপিএম পদ্ধতি প্রয়োগ করা
২. পেস্টিসাইড ব্যবহারের আগেই কনটেইনারের গায়ে লেখা তথ্যগুলো ভালোভাবে পড়া
৩. বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে পেস্টিসাইড ব্যবহার করা।