লিচুর পাতার দাগ রোগ দমন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

লিচুর পাতার দাগ রোগ দমন

এ রোগ ছত্রাকের আক্রমণে হয়ে থাকে। এতে পাতায় বাদামী থেকে কালো দাগ হয়।কচি পাতা আক্রান্ত হলে পাতা কুঁচকে যায়।

প্রতিকার :

আক্রান্ত পাতা ও ডগা ছাটাই করে ধ্বংস করা।

গাছের বয়স অনুযায়ী সুষম সার প্রয়োগ করা।

পরবর্তীতে যা যা করবেন না:
১. বাগান অপরিচ্ছন্ন রাখবেন না

পরবর্তীতে যা যা করবেন:
১.ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাটাই করে পরিস্কার করে দিন
২. পরিস্কার করার পর একটি ছত্রাক নাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করুন
৩. নিয়মিত বাগান পরিদর্শন করুন।

আরও পড়ুন   পেয়ারার সাদা মাছি পোকা
WhatsApp Group Join Now
Telegram Group Join Now