14.8 C
New York
Wednesday, September 20, 2023
spot_img

লিচুর ফল ঝরে যাওয়া সমস্যা

লিচুর ফল ঝরে যাওয়া সমস্যা

ফল ঝরা লিচুর সাধারণ সমস্যা । আবহাওয়া শুষ্ক হলে বা গাছে হরমোনের অভাব থাকলে ফল ঝরে পড়তে পারে । গুটি অবস্থায় ফল ঝরতে পারে । ফল বাদামী থেকে কাল রং ধারণ করে ।

ব্যবস্থাপনা:

• শুষ্ক আবহাওয়া বিরাজ করলে সেচের ব্যবস্থা করতে হবে ।

  • ফল মটর দানা এবং মার্বেল আকার অবস্থায় ম্যাগণল প্রতি ১০ লিটার পানিতে ৫ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে ।
  • গুটি বাধার পর ম্যাকচিলি প্রতি ১০ লিটার পানিতে ৩-৫ গ্রাম হারে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে ।

Related Articles

Stay Connected

0FansLike
3,866FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles