Home কৃষি তথ্য লেবুর পরগাছা সমস্যা

লেবুর পরগাছা সমস্যা

27
0
লেবুর পরগাছা সমস্যা

লেবুর পরগাছা সমস্যা

ক্ষতির লক্ষণ

পরগাছা গাছের গায়ে জড়িয়ে থেকে গাছের পুষ্টিতে ভাগ বসায় এবং বৃদ্ধি ব্যহত করে গাছের ক্ষতি করে ।

প্রতিকার :
১. ফুল আসার আগেই পরগাছা গাছ থেকে মূল/ শিকড়সহ অপসারণ করে ধ্বংস করা।
২. আক্রান্ত ডাল আপসারণ করা।

পরবর্তীতে যা যা করবেন না
১. বাগান অপরিচ্ছন্ন রাখবেন না

পরবর্তীতে যা যা করবেন
১. পরগাছা বা পরগাছাবীজমুক্ত চারা/ বীজ লাগান
২. নিয়মিত বাগান পরিদর্শন করুন।

আরও পড়ুন   রংপুরে কৃষি কর্মকর্তার গলিত মৃতদেহ উদ্ধার