বগুড়ার শেরপুর উপজেলায় কৃষি অধিদফতরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান এসব কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সরোয়ার জাহান, বগুড়া কৃষি অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুর রহিম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফিরোজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেয়র আব্দুস সাত্তার, কৃষি কর্মকর্তা খাজানুর রহমান, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী সাইফুল বারী ডাবলু, মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম ওবায়দুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা খাজানুর রহমান জানান, সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় এই উপজেলার ১১টি কৃষক গ্র“পের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। এরমধ্যে রয়েছে ৬৬টি হস্তচালিত স্প্রে মেশিন ও ১১টি সেচ পাম্প।