বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

সিভাসু’র ৪৬১ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ দিলো আইকিউএসি

  • লাস্ট আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৯ টাইম ভিউ
সিভাসু'র ৪৬১ জন শিক্ষক
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সিভাসু’র ৪৬১ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ দিলো আইকিউএসি

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘অফিস ব্যবস্থাপনা’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. খ. নূরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. আবুল হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন অতিরিক্ত পরিচালক ড. মো. আহাদুজ্জামান। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম এবং অর্থ ও হিসাব পরিচালক মো. আবুল কালাম।

দিনব্যাপী এ কর্মশালায় ৫০ জন কর্মচারী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, আইকিউএসি’র উদ্যোগে ৭ ডিসেম্বর ২০২৪ থেকে ১৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত মোট ৪৬১ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে ছিল একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ) সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং, গবেষণা পদ্ধতি ও তথ্য বিশ্লেষণ, শিক্ষাবিদ্যা (পেডাগজি) এবং অফিস ব্যবস্থাপনা।

প্রশিক্ষণ কর্মশালাগুলোতে সিভাসু ছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামের অধ্যাপক ও উচ্চপদস্থ কর্মকর্তারা রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন। এসব প্রশিক্ষণের মাধ্যমে সিভাসু’র শিক্ষাগত ও প্রশাসনিক দক্ষতা উন্নয়নের প্রচেষ্টা আরও সমৃদ্ধ হলো।

আরও পড়ুন  গবাদি পশু-পাখির শীতকালীন রোগবালাই ও প্রতিকার

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
একই রকম পোস্ট