আজ মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে কৃষক হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

সুনামগঞ্জে কৃষক হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

সুনামগঞ্জে কৃষক আনজু মিয়া হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা জজ প্রণয় কুমার দাশ এ রায় দেন।

সুনামগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সোহেল আহমেদ চৈল মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহাড়ী গ্রামের মৃত কাচাঁ মিয়ার ছেলে আ. রহিম, মৃত আজিম উদ্দিনের ছেলে এরশাদ মিয়া, জুলহাস মিয়া, এমরান মিয়া, মন্তাজ আলীর ছেলে মহরম আলী। এদের মধ্যে এরশাদ আলী, জুলহাস ও এমরান পলাতক রয়েছেন। অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে।

এ মামলায় ১১ জনের নাম উল্লেখ করে নিহতের ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে তাহিরপুর থানায় ১৫ নভেম্বর ২০০৬ সালে হত্যা মামলা দায়ের করেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. রুহুল আমিন।

উল্লেখ্য, ২০০৬ সালের ১৫ নভেম্বর তাহিরপুর উপজেলার সুন্দরপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে কৃষক আনজু মিয়াকে দণ্ডপ্রাপ্তরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে।

আরও পড়ুন   নার্সারি পুকুর ব্যবস্থাপনায় করণীয়

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

Comments are closed.

© All rights reserved © 2014 Ajkerkrishi.com