16.8 C
New York
Saturday, September 16, 2023
spot_img

সূর্যমুখীর মিলিবাগ দমন পদ্ধতি

সূর্যমুখীর মিলিবাগ দমন পদ্ধতি

আজকের কৃষিতে আজকে আমরা আলোচনা করবো সূর্যমুখীর মিলিবাগ দমন পদ্ধতি নিয়ে। মনোযোগ দিয়ে পড়ুন এবং শেয়ার করে দিন বন্ধুদের কাছে।

সাদা সাদা অসংখ্য পােকা একসাথে থাকে কখনও কখনও বিচ্ছিন্ন ভাবেও থাকে। এরা এক ধরনের আঠালাে মিষ্টি রস নিঃস্বরণ করে যা খাবার জন্য পিপিলিকার আগমন ঘটে। এর আক্রমন বেশি হলে শুটি মােল্ড ছত্রাকের আক্রমন ঘটে এবং আক্রান্ত অংশ এমনকি পুরাে গাছ মরে যায়।

এর প্রতিকার হলঃ

১.প্রাথমিক অবস্থায় হাত দিয়ে পিশে পােকা মেরে ফেলা।
২. পােকাসহ আক্রান্ত অংশ অপসারণ করা।
৩. আইসােপ্রােকার্ব গ্রুপের কীটনাশক যেমন: মিপসিন ২.৬ গ্রাম/ লি. হারে বা ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক যেমন: অ্যাডমায়ার বা ইমিটাফ বা টিডাে ১ মি.লি. / লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।

পরবর্তীতে যা যা করবেন নাঃ

১. ক্ষেতের আশ পাশ অপরিচ্ছন্ন রাখবেন না।

পরবর্তীতে যা যা করবেনঃ

১. নিয়মিত মাঠ পরিদর্শন করে আক্রমণের শুরুতেই ব্যবস্থা নিন।

এই পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন।

Related Articles

Stay Connected

0FansLike
3,868FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles