আজ বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন

স্কোয়াসের চাষ পদ্ধতি

স্কোয়াসের চাষ পদ্ধতি

আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন যে স্কোয়াসের চাষ পদ্ধতি বিস্তারিত নিয়ে আর্টিকেল লিখতে। তাই আজকে আলোচনা করেছি স্কোয়াসের চাষ পদ্ধতি নিয়ে।

স্কোয়াসের জাত পরিচিতি

মূলতঃ স্কোয়াস একটি বিদেশী সবজি। বাংলাদেশে নতুনভাবে এটি চাষ শুরু হয়েছে। ভারতে চাষাবাদ হচ্ছে এরকম কয়েকটি কয়েকটি জাতের -zucchini (Cucurbita pepo) একটি জনপ্রিয় জাত। আমাদের দেশে এরকম লম্বা স্কোয়াস চাষাবাদ হচ্ছে। বিভিন্ন বেসরকারী কোম্পানী স্কোয়াসের বীজ বাজারজাত করছে। বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায় নি।

স্কোয়াসের বপন/রোপণ প্রযুক্তি

স্কোয়াসের বীজ একটি একটি করে বপন করা যায় আবার একটি মাদায় একাধিক বপন করা যায়। প্রায় ৩ ফুট দূরে দূরে একটি মাদায় ২-৩ টি বীজ বপন করা হয়। বীজ প্রায় ১ ইঞ্চি গভীরে বপন করতে হবে। চারা গজানোর পর মাটি তুলে ৬-১২ ইঞ্চি উঁচু করে দিতে হবে এবং ১-২ ফুট প্রশ্বস্থ করতে হবে। বীজ বপনের ৪-৬ সপ্তাহ পরে ফল ধরা আরম্ভ হবে।

স্কোয়াস চাষে অন্যান্য প্রযুক্তি

মালচিং

স্কোয়াস চাষে মালচিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চারা টিকে গেলেই গোড়ার চারপাশে মালচিং করলে তাপমাত্রা ঠিক থাকে এবং মাটি আর্দ্রতা ধরে রাখে। বিষয়টি স্কোয়াসের ফলন আগাম ও বৃদ্ধিতে সহায়তা করে।

সেচ প্রদানঃ

স্কোয়াস গাছ সপ্তাহে ২ ইঞ্চি পানি শোষ করে থাকে। তাই প্রয়োজনে সেচ প্রদান করতে হবে। 

ভালো মানের এবং উন্নত জাতের স্কোয়াশের বীজ প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন এগ্রোশিয়া সিডস কোম্পানি- মোবাইল নাম্বার – ০১৯৮৮৯৩৩৭৮৬

আরও পড়ুন   ছাদে বেগুনের চাষ পদ্ধতি

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

Comments are closed.

© All rights reserved © 2014 Ajkerkrishi.com