Home পোকামাকড় ও রোগবালাই অর্কিডের পাতার দাগ রোগ

অর্কিডের পাতার দাগ রোগ

28
0

অর্কিডের পাতার দাগ রোগ

এ রোগের আক্রমণে পাতায় কাল দাগ দেখা যায়।পাতার গোড়া থেকে দাগ শুরু হতে থাকে। এর প্রতিকার হল:

১. আক্রান্ত পাতা অপসারণ করা।

বাগানে পানি সেচ নিয়ন্ত্রণ করে পাতা কম ভেজা রাখা।

৩. মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশক যেমন: পেনকোজেব ২ গ্রাম/ লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১. বাগান অপরিচ্ছন্ন রাখবেন না
পরবর্তীতে যা যা করবেন

১. রোগের প্রাদুর্ভাব অনুমান করতে পারলে পানি সেচ নিয়ন্ত্রণ করুন।

আরও পড়ুন   বাতাবি লেবুর ফল ফেটে যাওয়া সমাধান