এ রোগের আক্রমনণ গাছের শাখার মাথায় গুচ্ছ মুকুল বের হয়। অনেক সময় এত ঘন হয়ে মুকুল বের হয় যে মুকুল থেকে কোন ফল হয়না।
প্রতিকার হল:
১. আক্রান্ত ডাল বা মুকুল অপসারণ করা ২. ৫০% মুকুল আপসারণ করলে অনেক সময় বাকি মুকুলগুলোতে ফল ধরে।
২. ল্যাফথলিন ২.৫ গ্রাম ১ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা ।
পরবর্তীতে যা যা করবেন না
১. বাগান অপরিচ্ছন্ন রাখবেন না
পরবর্তীতে যা যা করবেন
০. মুকুলে বিকৃতি রোগ হয় এমন গাছে মুকুল আসার ৩ মাস আগে ন্যাপথালিক এসিটিক এসিড শতকরা ০.০২ ভাগ হারে স্প্রে করুন।
১. সহনশীল জাত যেমনঃ বারি আম ১, বারি আম ২ , ল্যাংড়া, ফজলী ইত্যাদি জাতের চাষ করুন। ১.১. ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাটাই করে পরিস্কার করে দিন
২. পরিস্কার করার পর একটি ছত্রাক নাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করুন
৩. নিয়মিত বাগান পরিদর্শন করুন।