জেলার হিজলা উপজেলা সদরে ৫৪ লাখ টাকা ব্যয়ে নতুন কৃষি ভবনের ফলক উন্মোচন করেছেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ। রবিবার সকালে ফলক উন্মোচন শেষে অনুষ্ঠিত দোয়া-মোনাজাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু, উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা তানিয়া, ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার, মোহসেনা বেগম, হিজলা থানার ওসি মাসুদুজ্জামান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন প্রমুখ। শেষে এমপি পংকজ নাথ আটটি কৃষক সমিতির মাঝে পাওয়ার ট্রিলার, বীজ ও সার বিতরণ করেন।