বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন

বাছুরের পরিচর্যা ও যত্ন

  • লাস্ট আপডেট : শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮
  • ১১৫ টাইম ভিউ
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বাছুরের পরিচর্যা ও যত্ন

প্রসবের পরে বাছুরের যত্ন ও পরিচর্যা

দুগ্ধ খামারের ভবিষ্যৎ নির্ভর করে বাছুরের ভাল অবস্থার উপর৷ নবজাত বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে৷তাই সামান্য যত্নের অভাবে যে কোন সময় বাছুরের মৃত্যু ঘটতে পারে৷ সুস্থ সবল বাছুর পেতে হলে যেমন গর্ভাবস্থায় গাভীর সুষ্ঠ যত্ন ও পর্যাপ্ত সুষম খাদ্যের প্রয়োজন তেমনি প্রসবকালীন ও নবজাত বাছুরের যত্ন নেয়া আবশ্যক৷

সদ্যজাত বাছুরের নিম্নোক্ত ভাবে যত্ন নেয়া যায়-

• বাছুরের জন্মের পরপরই পরিস্কার ব্লেড দিয়ে নাভী কেটে শক্ত করে বেঁধে দিতে হবে
• কাটার পর স্থানটিতে টিংচার আয়োডিন বা টিংচার বেনজিন জাতীয় জীবাণুনাশক ঔষধ লাগাতে হবে৷ এর ফলে নাভি দিয়ে রোগ জীবাণু প্রবেশ করতে পারে না

• বাচ্চা প্রসবের পরপরই বাচ্চার নাক ও মুখের লালা ও ঝিলই পরিস্কার করে দিতে হবে৷ নতুবা শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতে পারে
• যদি বাছুর প্রসব হওয়ার পর শ্বাসপ্রশ্বাস না নেয় তাহলে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে৷ বাছুরের বুকের পাঁজরের হাঁড়ে আস্তে আস্তে কয়েকবার চাপ দিয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করা যায়৷ এছাড়া বাছুরের নাকে-মুখে ফুঁ দিয়েও শ্বাস প্রশ্বাস চালু করা যায়

• বাছুরের নাক মুখ পরিস্কারের পর গাভীর সামনে শুকনো খড় বিছিয়ে রাখলে গাভী চেটে বাচ্চার গা পরিস্কার করে দেয়৷ এরপর শুকনো নরম খড়, কাপড় অথবা চট দিয়ে বাছুরের গা ভাল করে পরিস্কার করে দিতে হবে
• শীতে বা অতিরিক্ত ঠান্ডায় শুকনো কাপড় বা চট দিয়ে বাছুরকে ঢেকে দিতে হবে৷ অথবা আগুন জ্বালিয়ে বাছুরের শরীর গরম রাখার ব্যবস্থা করতে হবে

• সুস্থসবল বাছুর জন্মের ১৫ মিনিট পর থেকেই উঠার চেষ্টা করে এবং দুধ খেতে সক্ষম হয় ৷ অনেক সময় বাছুর নিজের চেষ্টায় দাঁড়াতে ও দুধ খেতে পারে না৷ এ অবস্থায় বাছুরকে দাঁড়াতে ও দুধ খাওয়াতে সাহায্য করতে হবে
• প্রসবের ১-২ ঘন্টার মধ্যে বাছুরকে তার মায়ের শালদুধ খাওয়াতে হবে৷ যদি বাছুর দুর্বলতার কারণে দাঁড়াতে বা দুধ খেতে না পারে তবে বোতলে নিপল লাগিয়ে দুধ খাওয়াতে হবে

আরও পড়ুন  স্বাস্থ্যসম্মত উপায়ে গাভীর দুগ্ধ উৎপাদন পদ্ধতি

• বাছুরের জন্মের পর কয়েক সপ্তাহ যাবত প্রতিটি বাছুরকে আলাদা ভাবে মেঝেতে শুস্ক খড় বিছিয়ে রাখার ব্যবস্থা করতে হবে৷ তবে ৮ সপ্তাহ পর থেকে একসাথে প্রায় একই বয়সের বাছুরের বাসস্থানের ব্যবস্থা করা যেতে পারে
• প্রসবের পরপরই কোন কারণে গাভীর মৃত্যু হলে বাছুরকে অন্য গাভীর শালদুধ খাওয়ানোর চেষ্টা করতে হবে

 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
একই রকম পোস্ট