Home পোকামাকড় ও রোগবালাই বেগুনের পাতামোড়ানো পোকা দমন

বেগুনের পাতামোড়ানো পোকা দমন

19
0

বেগুনের পাতামোড়ানো পোকা

পোকার আক্রমণের লক্ষণ:

কীড়া অবস্থায় পাতা মোড়ায় এবং সবুজ অংশ খায় । এটি সাধারণত কচি পাতাগুলো আক্রমণ করে থাকে।

আক্রমণের আগে করণীয়ঃ

  • ক্ষেত পরিস্কার পরচ্ছন্ন রাখা;
  • ক্ষেতে ডাল পুঁতে পাখি বসার ব্যবস্থা করা ( বিঘা প্রতি ৮-১০ টি);
  • নিয়মিত মাঠ পরিদর্শন করে আক্রমণের শুরুতেই ব্যবস্থা নিন।

আক্রমণ হলে করণীয়ঃ

• আক্রন্ত পাতা সংগ্রহ করে ধ্বংস করা ।
• আক্রমণ বেশি হলে প্রতি লিটার পানিতে সুমিথিয়ন বা ফলিথিয়ন-২ মিঃলিঃ মিশিয়ে ভালভাবে স্প্রে করা ।

তথ্যসূত্রঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), গাজীপুর

আরও পড়ুন   শিমের পাতার দাগরোগ