ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) সকালে কৃষি উন্নয়ন দ্বিতীয় পর্যায় প্রকল্পের আওত্তায় জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ অাসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী।
জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবু নাছের।
মেলায় ১৫টি স্টল খোলা হয়েছে। স্টলগুলোতে কৃষি প্রযুক্তি ও কৃষিপণ্য প্রদর্শন করা হবে।