আজ বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন

যশোরে শত ভাগ ভাইরাসমুক্ত চেরি টমেটো

যশোরে শত ভাগ ভাইরাসমুক্ত চেরি টমেটো

শতভাগ ভাইরাসমুক্ত উচ্চ ফলনশীল বিটা ক্যারোটিন সমৃদ্ধ ক্যানসার প্রতিরোধক চেরি টমেটো চাষ হচ্ছে যশোরে। পুষ্টিগুন সমৃদ্ধ টমেটোর এ জাতটি কৃষকের মধ্যে ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোর।

গাছগুলোর লাল হলুদ রং এর গুচ্ছবদ্ধ টমেটো বাগানের সৌন্দর্য পাল্টে দিয়েছে। থাইল্যান্ডের অতি জনপ্রিয় এই টমেটো বিশ্বে গার্ডেন্স ডিলাইট বা চেরি টমেটো নামে বেশি পরিচিত। যশোরের কৃষক সবজি হিসেবে চাষ করছেন চেরি টমেটো।

বাজারে অন্য জাতের টমেটোর চেয়ে এ জাতের টমেটোর দাম তুলনামূলক বেশি। উচ্চফলনশীল ও দীর্ঘসময় ধরে ফলন পাওয়ায় চেরি টমেটো চাষে আগ্রহ রয়েছে কৃষকের।

বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট এ জাতটি কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করছে।

বিজ্ঞানীরা জানান, উন্নত জাতের চেরি টমেটো বিটা ক্যারেটিন সমৃদ্ধ হওয়ায় এটি ক্যান্সার রোগ প্রতিরোধক।

আরও পড়ুন   লেবুর পরগাছা সমস্যা

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

Comments are closed.

© All rights reserved © 2014 Ajkerkrishi.com