রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

লাউয়ের লিফ কার্ল রোগ

  • লাস্ট আপডেট : শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ১৭৮ টাইম ভিউ
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

লাউয়ের লিফ কার্ল রোগ

লক্ষণ:

এটি একটি ভাইরাস জনিত রোগ। সাদা মাছি দ্বারা ভাইরাস ছড়ায় । আক্রান্ত গাছ খর্বাকৃতি হয় । পাতার গায়ে টেউয়ের মত ভাজের সৃষ্টি হয়, কুঁচকে যায় । বয়স্ক পাতা পুরু ও মচমচে হয়ে যায় । অতিরিক্ত শাখা প্রশাখা বের হয় ও ফুল ফল ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে ।

প্রতিকার:

আক্রান্ত গাছ সংগ্রহ করে ধ্বংস করা ।

#রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা ।
#রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা ।
#ভাইরাসের বাহক পোকা দমনের জন্য ডায়ামেথেয়ট, এসাটাফ, এডমেয়ার, টিডো, ইত্যাদি যে কোন একটি ১ মিলি /লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা) ।

পরবর্তীতে যা যা করবেন না:
১. স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না

পরবর্তীতে যা যা করবেন:

১. আগাছা পরিস্কার করুন
২. রোগমুক্ত বীজ ব্যবহার করুন

আরও পড়ুন  রোদে হিট স্ট্রোক হতে পারে গরুর

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
একই রকম পোস্ট