Home পোকা দমন লেবুর খােসা পােকা দমন

লেবুর খােসা পােকা দমন

42
0

লেবুর খােসা পােকা দমন

ক্ষতির লক্ষণঃ
ছােট আকৃতির এ পােকা লেবু গাছের পাতা, পাতার বোঁটা,কচি ডগা এবং ফল হতে রস চুষে খেয়ে গাছের ক্ষতি করে।এরা দু’ভাবে ক্ষতি করে থাকে।

প্রথমতঃ রস চুষে খাওয়ার ফলে গাছের জীবনীশক্তি হ্রাস পায়।

দ্বিতীয়তঃ রস চুষে খাওয়ার সময় এরা গাছের রসের মধ্যে এক প্রকার বিষাক্ত পদার্থ অন্তঃক্ষেপ করে। ফলে আক্রান্ত পাতা, ডগা ও ফলের উপর হলদে দাগ দেখা যায় মারাত্মকভাবে আক্রান্ত।গাছের সমস্ত পাতা ফ্যাকাশে হয়ে যেতে পারে।

সমন্বিত ব্যবস্থাপনাঃ

.সম্ভব হলে পােকাসহ আক্রান্ত অংশ অপসারণ করা
.হাত দিয়ে পিশে বা ব্রাশ দিয়ে ঘষে পােকা নিচে ফেলে মেরে ফেলা।
.আক্রমণের মাত্রা মারাত্মক হলে সর্বশেষ ব্যবস্থা হিসেবে আক্রান্ত গাছে ডায়াজিনন ৬০ ইসি বা ফেনট্রোথিয়ন ৫০ইসি অথবা ক্লোরপইরিফস ২০ ইসি এর যে কোন একটি ১মিলিলিটর পানিতে মিশিয়ে স্প্রে করে এ পােকা দমন করা যায়।

আরও পড়ুন   ধুন্দলের ফলের মাছি পোকা দমন