আজ বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন

হাইড্রোপনিক ঘাস চাষ

উপকরণ :

(৩ টি ভিডিও সংযুক্ত নীচে লিঙ্ক আছে)

১) এক দিকে ঢালু মাটির বেড
২) পলিথিন সিট
৩) চট বা কাপড়
৪) গম
৫) পানি

পদ্ধতি :
A .

A .ছায়াযুক্ত স্থানে একদিকে ঢালুকরে মাটির এমন ভাবে বেড তৈরী করতে হবে , যাতে পানি না জমে থাকে
B . বাশ বা কাঠ দিয়ে প্রয়োজনমতো প্লটে ভাগ করতে হবে
C .পলিথিন শিট বিছিয়ে দিতে হবে
D . সকালে গমের বীজ ধুয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে

E . বিকালে ভেজানো গম ৮-১০ m m পুরু করে একটি প্লটে বিছিয়ে দিতে হবে
F . এরপর চট দিয়ে ঢেকে দিতে হবে
E . প্রতিদিন নিয়মিতভাবে চটের উপড় পানি ছিটিয়ে দিতে হবে .
একদিন পরেই বীজগুলো অঙ্কুরিত হবে এবং
১-১/২” হলে চট সরিয়ে ফেলতে হবে .
পানি দেয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেনো পানি জমে না থাকে বা একদম শুকিয়ে না যায় .
এভাবে ৭ থেকে ১০ দিন পরেই পশুকে খাওয়ানো যাবে .

এভাবে অন্যান্য প্লটেও পর্যায়ক্রমে ঘাস উত্পাদন করতে হবে

আরও পড়ুন   কলা চাষ পদ্ধতি

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

Comments are closed.

© All rights reserved © 2014 Ajkerkrishi.com