শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

আমের ফল ঝড়ে যাওয়া সমস্যা সমাধান

  • লাস্ট আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ১৪৯ টাইম ভিউ
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আমের ফল ঝড়ে যাওয়া সমস্যা

রোগ বা পোকার আক্রমণে বা দীর্ঘ খরা হলে বা শুষ্ক ও গরম হাওয়ার ফলে শারীরবৃত্তীয় কারণে অথবা মাটিতে সারের ঘাটতি হলেও ফল ঝড়ে যেতে পারে । এর ব্যবস্থাপনা হল:

১. খরা মৌসুমে নিয়মিত সেচ দেওয়া

২. গুটি বাধার পরপরই ম্যাগনল ০.৫ মি.লি/ লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা

৩. বর্ষার আগে ও পরে বছরে দুইবার গাছের বয়স অনুযায়ী সুষম সার প্রয়োগ করা।

৪. প্রতি বছর গাছ প্রতি ৫০ গ্রাম হারে ডলোচুন প্রয়োগ করা ( গাছের বয়স অনুযায়ী পরিমান বাড়াতে হবে)।

৫. পর্যাপ্ত জৈব সার প্রয়োগ করা।
পরবর্তীতে যা যা করবেন না :

১. বাগান অপরিচ্ছন্ন রাখবেন না

পরবর্তীতে যা যা করবেন :

১.ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাটাই করে পরিস্কার করে দিন

২. পরিস্কার করার পর একটি ছত্রাক নাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করুন

৩. নিয়মিত বাগান পরিদর্শন করুন।

আরও পড়ুন  শিমের পাতার দাগরোগ

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
একই রকম পোস্ট