কলার পানামা রোগ সমস্যা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কলার পানামা রোগ সমস্যা

রোগের লক্ষণঃ

এ রোগে প্রথমে বয়স্ক পাতার কিনারা হলুদ হয় এবং পরে কচি পাতাও হলুদ রং ধারণ করে। পরবর্তিতে পাতা বোটার কাছে ভেঙ্গে নিচের দিকে ঝুলে পড়ে এবং গাছ মারা যায়। কোন কোন সময় গাছ লম্বা লম্বিভাবে ফেটেও যায়। ভিতরের লক্ষণ- ভাসকুলার বান্ডল হলদে বাদামী রং হয়।
রোগের সমন্বিত ব্যবস্থাপনাঃ

রোগ দেখা দেয়ার পূর্বে করণীয়ঃ

১. চারা লাগানোর পূর্বে গর্তে ১% ফরমালিন ও ৫০ ভাগ পানি দ্বারা ভিজিয়ে দেয়া এবং ১০-১২ দিন পর চারা রোপন করা।
২. ফাঁকা স্থানে নতুন রোগমুক্ত চারা রোপন করা।
৩. বাগান পরিস্কার রাখা;

৪. আক্রান্ত বাগান থেকে চারা সংগ্রহ করবেন না
৫. আকান্ত জমিতে অন্তত ৪ বছর কলা চাষ করবেন না;

রোগ দেখা দেয়ার পর করণীয়ঃ

১. আক্রান্ত গাছগোড়া সহ উঠিয়ে পুড়ে ফেলা।

 

 

আরও পড়ুন   অর্কিডের পাতার দাগ রােগ দমন পদ্ধতি
WhatsApp Group Join Now
Telegram Group Join Now