আজ বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন

গুগল প্লে স্টোরে ‘মৎস্য পরামর্শ’ অ্যাপ

গুগল প্লে স্টোরে ‘মৎস্য পরামর্শ’ অ্যাপ

গুগল প্লে স্টোরে ‘মৎস্য পরামর্শ’ অ্যাপ

গুগল প্লে স্টোরে ‘মৎস্য পরামর্শ’ অ্যাপ

দেশের মৎস্যচাষের আধুনিকায়ন ও উন্নয়নের লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তৈরি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের উপযোগী ‘মৎস্য পরামর্শ’ বা ফিশ অ্যাডভাইস নামক অ্যাপটি ফেব্রুয়ারি মাসে অনলাইনে অবমুক্ত করা হয়েছে।

অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যার সমাধানসহ অ্যাপটিতে রয়েছে ছবিসহ মাছের বিভিন্ন রোগের বিবরণ ও প্রতিকার ব্যবস্থা, আধুনিক পদ্ধতিতে মাছের চাষাবাদ প্রণালী, মাছের খাবারের নিয়মপদ্ধতি, মৎস্যচাষসংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রভৃতি।

মাছ চাষ এবং মাছের ব্যাপারে আগ্রহী যে কেউ এখন থেকে এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান পাবেন। গতকাল ঢাকায় মৎস্য অধিদপ্তরের সভাকক্ষে মোবাইল অ্যাপটি মাঠপর্যায়ে উদ্বোধনের জন্য অনুষ্ঠিত জাতীয় কর্মশালায় এসব তথ্য জানানো হয়।

এতে সারা দেশ হতে মৎস্য বিভাগের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. মাকসুদুল হাসান অ্যাপটি মৎস্যজীবীদের ঘরে ঘরে পৌঁছে দিয়ে দেশের মাছের উন্নয়ন ত্বরান্বিত করতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল মঈন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিসুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের কর্মকর্তা মানিক মাহমুদ এবং অ্যাপপ্রণেতা সাধন কুমার সরকার বক্তৃতা করেন।

আরও পড়ুন   বহেড়ার ভেষজ গুণাগুণ

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

Comments are closed.

© All rights reserved © 2014 Ajkerkrishi.com
Developed By One Planet Web