আজ শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন

পুইশাকের পাতার দাগরোগ

পুইশাকের পাতার দাগরোগ

ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে। এ রোগে পাতায় বৈশিষ্ট্যপূর্ণ দাগ দেখা যায়।

এর প্রতিকার হল

১. রোগমুক্ত বীজ ব্যবহার করা

২. আক্রান্ত পাতা ও ডগা অপসারণ করা।

৩. বীজ লাগানোর আগে প্রোভ্যাক্স প্রতি কেজি বীজের জন্য ২.৫ গ্রাম হারে মিশিয়ে বীজ শোধন করা ।

৪. কার্বেন্ডাজিম ১ গ্রাম / লি. হারে পানিতে মিশিয়ে ১০-১২ দিন পরপর ২ বার স্প্রে করা।

আরও পড়ুন   কেঁচো কম্পোষ্ট (ভার্মি কম্পোষ্ট) জৈবসার উৎপাদন পদ্ধতি ও আয়-ব্যয় হিসাব

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

Comments are closed.

© All rights reserved © 2014 Ajkerkrishi.com
Developed By One Planet Web