আজ শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন

পৃথিবীতে গাছের সংখ্যা তিন লাখ কোটি

পৃথিবীতে গাছের সংখ্যা তিন লাখ কোটি

পৃথিবীতে এখন গাছের সংখ্যা তিন ট্রিলিয়ন বা তিন লাখ কোটির বেশি বলে একটি গবেষণায় জানা গেছে। পূর্বে এই সংখ্যা মাত্র চারশো বিলিয়ন বলে ধারণা করা হতো। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের থমাস ক্রোথার এবং তার সহকর্মীরা স্যাটেলাইট ছবি বিশ্লেষণ

করে এই তথ্য জানিয়েছেন। পূর্বের ধারণার তুলনায় পৃথিবীতে গাছের সংখ্যা বেশি বলে গবেষণায় বেরিয়ে এসেছে গবেষকরা ‘ন্যাচার’ পত্রিকাকে জানিয়েছেন, নতুন এই তথ্যের মানে হলো, পৃথিবীতে প্রত্যেকের জন্য অন্তত ৪২০টি গাছ রয়েছে।

তবে গবেষক ড. ক্রোথার বলছেন, এই বিপুল সংখ্যা আসলে বিশাল কোন অর্থ বহন করছে না।

এর ফলে নতুন করে কোনো ভাণ্ডার আবিষ্কার হয়নি। তবে পৃথিবীর কোনো ক্ষতি বা বৃদ্ধি হচ্ছে না। তবে এই তথ্য গবেষক আর নীতিনির্ধারকদের জন্য সহায়ক হবে বলে তিনি মনে করেন। স্যাটেলাইটের ছবি তোলার পর, বেশ কয়েকটি বনের ভিতর প্রবেশ করে কর্মীরা সেখানকার গাছপালা গুনে দেখেন।

এরফলে ছবির সঙ্গে বাস্তবের গাছের সংখ্যা বের করতে তারা সমর্থ হন। পরে এই মডেল ধরেই অন্য বনের গাছ জরিপ করা হয়।

– বিবিসি

আরও পড়ুন   মাশরুম কি , মাশরুম চাষ , মাশরুমের পুষ্টিমান ও উপকারিতা

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

Comments are closed.

© All rights reserved © 2014 Ajkerkrishi.com
Developed By One Planet Web