আজ বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন

বাণিজ্যিক ভিত্তিতে ফুল উৎপাদন

ফুল পবিত্র। ফুল শুভ্রতা, সৌন্দর্য  ও শান্তির  প্রতীক। চিরকাল ধরেই ফুলের প্রতি মানুষের আকর্ষণ রয়েছে। পৃথিবীর বহুদেশে আজ অর্থকরী ফসল হিসেবে বাণিজ্যিকভাবে ফুলের চাষ হচ্ছে যা কিনা ফুলকে শিল্পে পরিণত করেছে। আমাদের দেশের মাটি ও আবহাওয়া ফুল চাষের খুবই উপযোগী। বাংলাদেশে দিন দিন ফুলের প্রতি ভালোবাসা বাড়ছে। জন্মদিন, বিয়ে, নানান ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন জাতীয় দিবসে ফুলের মালা, ফুলের তোড়া ব্যবহার হচেছ। বর্তমান বিশ্ব বাজারে বৎসরে ২০ বিলিয়ন ডলারের ফুলের ব্যবসায় ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড, সিংগাপুর, ভিয়েতনাম, জাপান ইত্যাদি দেশগুলো উল্লেখযোগ্য হারে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। বাংলাদেশকেও বিশ্ব বাজারের ফুল চাষে অমত্মর্ভূক্ত করতে হলে বাণিজ্যিকভাবে ফুল উৎপাদনের দিকে নজর দেওয়া প্রয়োজন। আমাদের দেশের বিশাল গ্রামীণ জনগোষ্ঠী ফুল চাষের ক্ষেত্রে এগিয়ে আসলে এবং বাণিজ্যিকভাবে চাষের পরিমাণ আরো বাড়াতে পারলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব।
যে সব জায়গায় বেশি পরিমাণে চাষ হয়ঃ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে যশোর (ঝিকরগাছা, শার্শা), ঢাকা (সাভার), গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, সাতক্ষীরা, কুমিল্লা প্রভৃতি অঞ্চলে বাণিজ্যিকভাবে ফুলের চাষ করা হচ্ছে।
আরও পড়ুন   টবে পালং শাক চাষ পদ্ধতি

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

Comments are closed.

© All rights reserved © 2014 Ajkerkrishi.com
Developed By One Planet Web