রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন

ভুট্টার ঘাসফড়িং

  • লাস্ট আপডেট : বুধবার, ৩ মে, ২০১৭
  • ৩০৫ টাইম ভিউ
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভুট্টার ঘাসফড়িং

পোকা আক্রমণের লক্ষণঃ

পিছনের দুটো পা লম্বা হওয়ার কারণে এরা লাফিয়ে চলে । এদের গায়ের রং হালকা সবুজ অথবা হলদে বাদামী রং এর হয়ে থাকে । বিভিন্ন প্রজাতি এক সাথে অনেক সংখ্যায় ক্ষেত আক্রমণ করে বাচ্চা ও পূর্ণবয়স্ক উভয়ই ফসলের ক্ষতি করে । মধ্যশিরা বাদে সম্পূর্ণ পাতা খেয়ে ফেলতে পারে ।

আক্রমণের পূর্বে করণীয়ঃ

• ডাল পুঁতে পোকা খেকো পাখি বসার ব্যবস্থা করা ।

আক্রমণের পর করণীয়ঃ

* আলোর ফাঁদ ব্যবহার করা ।
* শতকরা ২৫ ভাগ ভূট্টা ক্ষতি গ্রস্থ হলে কীটনাশক ব্যবহার করতে হবে।এ পোকার জন্য অনুমোদিত কীটনাশক নেই।
* তবে ধানের সবুজ পাতা ফড়িং এর জন্য কার্বারিল গ্রুপের সেভিন ৮৫ এসপি (এপি-৩৩৮) বিঘা প্রতি ২২৭.৫ মিলি হারে অথবা আইসোপ্রোকার্ব (এমআইপিসি) গ্রুপর মিপসিন ৭৫ wp (এপি-৫৩৯)/ম্যালাথিয়ন গ্রুপের ফাইফানন ৫৭ ইসি (এপি-১০) বিঘা প্রতি ১৫০ গ্রাম প্রয়োগ করতে বলা হয়েছে।

আরও পড়ুন  লেটুসের ফ্লি বিটল পোকা দমন

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
একই রকম পোস্ট