আজ রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন
বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট আইন ২০১৬ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।
সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এই অনুমোদন দেয়া হয় বলে জানান মন্ত্রীপরিষদ সচিব মো:শফিউল আলম। এই আইনের ফলে ১৯৮৪ সালের অর্ডিনেন্স বাতিল করে একটি আইন করা হয়। একে আরও অধিক সংস্কারের লক্ষ্যে মন্ত্রীসভায় এর অনুমোদন দেয়া হয়। এই আইনে ময়মনসিংহের কৃষি ইন্সটিটিউটকে আরও আধুনিক করা হবে। নতুন আইনে ১৪ সদস্যর কমিটি গঠন করা হবে বলে জানান মন্ত্রী পরিষদ সচিব।