আজ বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন
কৃষি ক্ষেত্রে সরকারের সাফল্যের কথা তুলে ধরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বর্তমানে মানুষ সারের পেছনে নয় বরং সারই মানুষের পেছনে ঘুরছে।
শুক্রবার দুপুরে নীলফামারী শহরের শহীদ মিনারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মানুষ সারের অভাবে চাষাবাদ করতে পারেনি।
সেসময় মানুষ সারের পেছনে ধরণা দিয়েও সার পায়নি।
শুধু কৃষি নয়, সব ক্ষেত্রেই দেশের সার্বিক উন্নয়ন হয়েছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের চতুর্থ অবস্থানে রয়েছে। এটা অবশ্যই আমাদের জন্য বড় অর্জন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক গোলাম মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জাকীর হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক মমতাজুল হক, পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, আইএপিপি রংপুর অঞ্চলের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ আলী বক্তব্য রাখেন।
ইন্টিগ্রেটেড এগ্রিকালচার প্রডাক্টিভিটি প্রজেক্ট’র(আএপিপি) উদ্যোগে তিনদিনের মেলায় কৃষি ও প্রযুক্তি বিষয়ক ২০টি স্টল স্থান পেয়েছে।
সোর্স- ঢাকা টাইমস